প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
ভালো কাজ করলে স্বাগত জানাবো নয়তো ন্যায়ের পক্ষে থাকবো ... মো. জুবায়ের হোসেন

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, মানবাধিকার সংগঠনগুলোর সদস্যদের কর্মকান্ডের ব্যাপারে আমার নেতিবাচক ধারণা রয়েছে। আজ বাংলাদেশ মানবাধিকার কমিশনের মধুপুর শাখা কমিটি গঠিত হলো। এই কমিটিতে যারা আছেন তারা যদি ভালো কাজ করেন তাহলে আমি স্বাগত জানাবো। সহযোগিতা করবো। যদি আপনাদের কর্ম নেতিবাচক ধারণার জন্ম দেয় তাহলে আমার অবস্থান মানবাধিকার প্রতিষ্ঠার দিকেই থাকবে। ন্যায়ের দিকেই থাকবে। তিনি ২৩ আগস্ট শনিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে এই কথাগুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার মোতালেব হোসেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর শাখার অনুষ্ঠানটি উদ্বোধন ও শপথ পাঠ করান “বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল কাদের ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সাইদুর রহমান , মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবির, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মো. ফজলুল হক, মধুপুর মেট্রো হসপিটালের চেয়ারম্যান ডা. মোঃ মোশাররফ হোসেন, মধুপুর ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক প্রমুখ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মো. নাজমুল হোসেন রনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করেন “বাংলাদেশ মানবাধিকার কমিশন" টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন। পরে খন্দকার আব্দুল মোতালেবকে সভাপতি ও ডা. নাজমুল হোসেন রনিকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com